রাজনীতি করলে মানুষের দুঃসময়ে ঘরে বসে থাকা যায় না: রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানুষের জন্য যারা রাজনীতি করে তারা মানুষের দুঃসময়ে ঘরে বসে থাকতে পারে না। রাজনীতি তো জনগণেরই জন্য। তাই জনগণের প্রয়োজনে তাদের পাশে থাকা সব রাজনৈতিক নেতা-কর্মীর নৈতিক দায়িত্ব।

নগরের সেন্ট জন’স গ্রামার স্কুল প্রাঙ্গণে পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ‘হ্যালো ডাক্তার’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, করোনাকালে মানুষ যখন চিকিৎসাসেবা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে তখন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প যারা করেছে সত্যিই তারা মানুষকে ভালোবাসে এটা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে লক্ষাধিক মানুষ মারা গেছে। দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে বলেই করোনা সংক্রমিত মানুষের সংখ্যা লক্ষাধিক পার হলেও দেশে মৃত্যুহার কম। এতেই প্রমাণিত হয়, দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে। এতে এটা প্রমাণিত হয় যে আমরা সচেতন আছি, অন্যান্য দেশ থেকে আমরা সামাজিকভাবে সচেতনতায় এগিয়ে আছি।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান রোকন প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!