রাঙামাটিতে ৩ নির্মাণশ্রমিক অপহরণের অভিযোগ, পুলিশের ধারণা ‘নিখোঁজ’

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সড়ক ও জনপথের (সওজ) রিটেইনিং ওয়াল (ধারক দেয়াল) নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (১২ জুন) রাত ৮টার পর উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদুপাড়া থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজ তিন নির্মাণশ্রমিকের মুঠোফোন বন্ধ রয়েছে।

নিখোঁজরা হলেন নির্মাণশ্রমিক রূপক (১৮), সোহাগ (২০) ও বিশ্বজিৎ (২২)। নিখোঁজ তিনজনই নেত্রকোণা জেলার বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করছে, শ্রমিকদের বন্দুকধারী সন্ত্রাসীরাও অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাইছে।

এদিকে নির্মাণশ্রমিক সরবরাহকারী ও বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক মিলন বলেন, ‘আমাদের তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার রাত ৮টা থেকে তাদের পাওয়া যাচ্ছে না। তিনজনই নেত্রকোনা জেলার বাসিন্দা। নিখোঁজের পর থেকে আমরা স্থানীয় পুলিশ-প্রশাসনকে অবগত করেছি। যদি অপহরণের ঘটনা ঘটার সম্ভাবনা থাকেও সেক্ষেত্রেও আমরা সম্ভাব্য জায়গায় কথা বলেছি। কিন্তু তিন শ্রমিকের কোনো হদিস মেলেনি। আমরা ঘটনাটি অপহরণ নাকি নিখোঁজ, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

রাঙামাটি-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণস্থানে রিটেইনিং ওয়াল নির্মাণকাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে নিয়োজিত রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির শ্রমিক নিখোঁজ প্রসঙ্গে জানতে এনডিই’র সাইট ইঞ্জিনিয়ার রাকিব হোসেন বলেন, ‘সোমবার রাতে কাজ শেষে তিনজন শ্রমিক নির্মাণকাজের এলাকা থেকে আধা কিলোমিটার দূরবর্তী ঝালমুড়া এলাকার কাছে একটি দোকানে চা পানের জন্য যান। আমরা যতটুকু জানতে পেরেছি, কয়েকজন ‘অস্ত্রধারী’ তিন শ্রমিককে অপহরণ নিয়ে যায়। বিস্তারিত প্রকল্প ব্যবস্থাপক জানবেন।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মমতাজুল আলম বলেন, ‘স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রমিক নিয়ে গিয়ে চাঁদা দাবি করেছে। তারা শ্রমিক মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে।’

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন বলেন, ‘সোমবার রাত থেকে তিনজন নির্মাণশ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। এখনো পর্যন্ত পরিবার কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। নিখোঁজ শ্রমিকদের মোবাইল নম্বরগুলো বন্ধ রয়েছে। তবে আমরা এখনো অপহরণের ঘটনা ঘটার মতো কোনো ক্লু পাইনি। ধারণা করছি, তিন নির্মাণশ্রমিক নিজে থেকে আত্মগোপনে কিংবা নিখোঁজ থাকতে পারেন।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!