রাঙামাটিতে পেঁয়াজের বাজারে ‘আগুন’, নিয়ন্ত্রণে অভিযান

ভরত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই বেড়েছে পেঁয়াজের দাম। সে সুযোগকে কাজে লাগিয়ে বিক্রেতারা পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। রাঙামাটির বাজারসমূহে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকাখ্যাত রিজার্ভবাজার, তবলছড়ি ও বনরূপা বাজারে এ অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম।

অভিযানে শহরের বনরূপা বাজারে একটি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে রিজার্ভবাজার ও তবলছড়ি বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এ সময় দাম না বাড়ানোর জন্য দোকানদের সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম বলেন, ‌‘অসাধু ব্যবসায়ীরা যাতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে না পারে সেই জন্য আমাদের এ অভিযান। কেউ পেঁয়াজের বাড়তি নিচ্ছে এমন খবর পেলে আমাদের জানাবেন। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!