মাঝরাতে রামপুরে সবুরের লোকেরা পেটালো এরশাদের ৫ সমর্থককে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সমর্থকদের হামলায় অপর পক্ষের ৫ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের বুড়িরপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা হালিশহর থানার উপ-পরিদর্শক শাহেদ আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এক পক্ষের হামলা অপর পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হামলার জন্য আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটনকে দায়ী করে বর্তমান কাউন্সিলর এসএম এরশাদ উল্লাহ বলেন, ‘সম্পূর্ণ বিনা উস্কানিতে লিটনের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমার দুটি কার্যালয় ভেঙেছে। ৫ থেকে ৭ জন কর্মীকে আহত করেছে। তাদের মধ্যে টনি ও নুর উদ্দিন নামের দুই কর্মীর অবস্থা গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

তবে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটনের সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!