মহসিন কলেজে নাছির-নওফেল গ্রুপের সংঘর্ষ, ছুরিকাহত ছাত্রলীগ নেতা

নিজেদের গ্রুপে কর্মী বাড়াতে গিয়ে দ্বন্ধে জড়ালো চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুইটি উপগ্রুপ। এ ঘটনায় একজন ছুরিকাঘাতে ও আরেকজন ইটের আঘাতে আহত হয়।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মহসিন কলেজের বিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ কলেজে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থকদের সাথে সাবেক মেয়র আজম নাছির উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনায় প্রথমদিকে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। পরে দুই গ্রুপের মারামারিতে আজম নাছিরের সমর্থক ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কমল ছুরিকাঘাতে আহত হয় এবং নওফেল গ্রুপের সোহাত নামে এক কর্মী আহত হয়।

সংঘর্ষের পর ছাত্রলীগের দুই পক্ষই ক্যাম্পাসে মিছিল করে।

ঘটনার পরই চকবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!