ভেজাল জুস তৈরি করায় এভারফ্রেশ এগ্রো সিলগালা বায়েজিদে

চট্টগ্রাম নগরীতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নগরীর বায়েজিদের সামাদপুর জাংগালপাড়া এলাকার এভারফ্রেশ এগ্রো নামের এক জুস তৈরির কারখানাকে ভেজাল জুস তৈরির অপরাধে সিলগালা করা হয়।

এছাড়া মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় দুই ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, ভেজাল খাবার তৈরি করায় তাদের জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন জানান, মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণ করায় এসএস ফার্মেসিকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে বগুড়ার দই প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জহির আলীর দইয়ের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে ভেজাল জুস তৈরির অপরাধে একই এলাকার এভারফ্রেশ এগ্রোকে সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!