বোয়ালখালীতে নৌকার অফিসের সামনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে নৌকা প্রতীকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় পশ্চিম গোমদন্ডী আরাকান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে। এ জন্য বিএনপিকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শী পৌর প্যানেল মেয়র শাহজাদা এসএম মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার পশ্চিত গোমদন্ডীতে জনসভা হবে তাই আমরা মোছলেম ভাইয়ের আমতল নির্বাচনী অফিসে প্রস্তুতি সভায় অংশ নিয়েছিলাম। হঠাৎ ৮টা ৪৫ মিনিটের দিকে কালুরঘাট থেকে ৮/১০টি মোটরসাইকেল গোমদন্ডী ফুলতলমুখী যাওয়ার পথে নৌকার নির্বাচনী অফিসকে লক্ষ্য করে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অফিসে সামনে দাঁড়ানো মোটরসাইকেলে (চট্টমেট্রো-হ ১৩-১৭৯৩) অগ্নিসংযোগ করে। এ সময় অফিসে থাকা দলীয় নেতাকর্মীরা ভয়ে পালিয়ে যায়। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলগুলো ফুলতলের দিকে চলে যায়। পরে স্থানীয় ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলটির আগুন নেভাতে সক্ষম হলেও এটির বেশকিছু অংশ পুড়ে যায়। ঘটনার সময় দুটি অবিস্ফোরিত ককটেল অফিসের সামনে পড়ে থাকতে দেখা গেছে।’

ঘটনার পর স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘দুর্বৃত্তরা ‘জিয়ার সৈনিক-এক হও, দেশ গড়’ স্লোগান দিতে দিতে আমাদের আমতল নির্বাচনী অফিসের সামনে এসে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা অফিস থেকে কিছুদূর গিয়ে নতুন রাস্তার মাথা দারুল আনছার মাদ্রাসা রোড দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে নৌকার অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে। অনেকাংশে পুড়ে যাওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়। ককটেলের আগুনে মোটরসাইকেলে আগুন ধরে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!