মোছলেম উদ্দীনের পক্ষে যুব মহিলা লীগের গণসংযোগ

মোহরা ৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার (৭ জানুয়ারি) নগরীর চান্দগাঁওয়ের ইস্পাহানি কে জি স্কুল চত্বরে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দীনের সমর্থনে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী। বক্তব্যে তিনি বলেন, নৌকা বাংলাদেশের গণমানুষের প্রতীক। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা বিজয়ী হলে বাংলাদেশের মানুষের ভাগ্য বদল হয়।

চান্দগাঁও-বোয়ালখালীবাসীর নানা দাবি ও সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মোছলেম উদ্দীন বিজয়ী হলে এলাকার শিক্ষা-যোগাযোগ বিশেষ করে কালুরঘাট সেতুর স্বপ্ন বাস্তবায়ন হবে। এসময় তিনি উপস্থিত মহিলাদের মাঝে মোছলেম উদ্দীনের পক্ষে প্রচারপত্র বিলি করেন।

এতে উপস্থিত ছিলেন কোহিনুর আক্তার, ঝুমা আলমগীর, এস কে পুতুল, তাজরিন, জাহানারা সহ মহানগর ও স্থানীয় যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।

এছাড়া আতুরার ডিপো, বনানী ৩ নম্বর যুব মহিলা লীগের উদ্যোগেও মোছলেম উদ্দীনের সমর্থনে বুধবার (৮ জানুয়ারি) নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে আহবায়ক সায়রা বানু রৌশনী, মমতাজ বেগম রোজি, ঝুমা আলমগীর, তাজরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা মোছলেম উদ্দীনের পক্ষে বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!