বোয়ালখালীতে ভোটারদের বাধা দিচ্ছেন ছালামের সমর্থক চেয়ারম্যান বেলাল

বোয়ালখালীর সারোয়াতলীতে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেটলী প্রতীকের প্রার্থী আবদুচ ছালামের সমর্থকদের বিরুদ্ধে। পরে স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের বিজয় কুমার চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রোববার (৭ জানুয়ারি) বোয়ালখালীর সরোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল আহমেদের নেতৃত্বে হোরারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হয়।

জানা গেছে, বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সরোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল আহমেদের বিরুদ্ধে কেটলী প্রতীকের প্রার্থী আবদুচ ছালামের সমর্থনে সনাতনী ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। পরে সেখানে পৌঁছেন স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের বিজয় কুমার চৌধুরী। তিনি এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাদের জানান। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বোয়ালখালীর কেন্দ্রগুলো পরিদর্শনের সময় উপজেলার সরোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল আহমেদের নেতৃত্বে হোরারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হয়। এ সময় আমি নিজে উপস্থিত থেকে তাদের প্রতিহত করেছি।’

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!