কোতোয়ালীর ভোটকেন্দ্রে ‘ভোটার-খরা’

চট্টগ্রামের ৯ আসনের একাধিক কেন্দ্রে দেখা গেছে ‘ভোটার-খরা’। হাতেগোনা কিছু ভোটার ভোট দিলেও এখনও বেশিরভাগ ভোটারই কেন্দ্রে আসেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

রোববার (৭ জানুয়ারি) কোতোয়ালীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে মোট ৫ হাজার ১৭৯টি ভোটের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ৩৪৯টি।

একই সময়ে জেএমসেন হল কেন্দ্রে ২ হাজার ১১৭ ভোটের বিপরীতে ভোট পড়ে ১২৩টি। জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৯০০ ভোটের বিপরীতে ভোট দিয়েছেন ১২১ জন, কাজেম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৪০০ ভোটের মধ্যে ১২৬ জন এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪ হাজার ৬০২ ভোটের বিপরীতে ভোট পড়ে ১৫৫টি।

এদিকে মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দিয়েছেন এ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভজিৎ পাল বলেন, সকাল ১০টা পর্যন্ত কিছু ভোট কাস্ট হয়েছে। তবে সময় যত যাচ্ছে, ভোটারদের উপস্থিতি ততই বাড়ছে। আশাকরি দুপুরের পর অধিকাংশ ভোটাররা কেন্দ্রে আসবেন।

চট্টগ্রাম ৯ আসনে সর্বমোট ৬৬টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৮৩৫। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৬৯৮ এবং নারী ভোটার ৮১ হাজার ১৩৭ জন।

চট্টগ্রাম-৯ আসনে মোট প্রার্থী সাতজন। তারা হলেন— আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা), ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ (চেয়ার), ন্যাপের মিটল দাশগুপ্ত (কুঁড়েঘর), ইসলামী ফ্রন্টের আবু আজম (মোমবাতি), কল্যাণ পার্টির মো. নূরুল হোসাইন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির সুজিত সাহা (সোনালী আঁশ) ও জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরী (লাঙ্গল)।

এএইচ/বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!