বৃহত্তর চট্টগ্রামে যারা লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন পেলেন

ফটিকছড়ির প্রার্থী সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট। দলটি মোট ১২১টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে দলটির নেতারা বলেছেন, তারা মোট ২০০টি আসনে প্রার্থী দেবেন। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সুপ্রিম পার্টি এবং দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী প্রার্থীদের নাম ঘোষণা করেন। সাইফুদ্দীন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের পাশাপাশি ঢাকা-১৪ আসনেও প্রার্থী হচ্ছেন।

লিবারেল ইসলামিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হলো বিএসপি, ইসলামিক ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি। এই জোটের প্রতীক ‘একতারা’।

সাইফুদ্দীন মাইজভাণ্ডারী বলেন, ‘সারা দেশে আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী আছেন। সুষ্ঠু নির্বাচন হলে তারা বিজয়ী হবেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।’

চট্টগ্রামে যেসব প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন, তারা হলেন—

চট্টগ্রাম-১ (মিরসরাই) : নুরুল করিম আবছার
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : নুরুল আনোয়ার হিরন
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) : কাজী মহসীন চৌধুরী
চট্টগ্রাম-৬ (রাউজান) : বেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : মোরশেদ আলম
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) : কাজী মহসীন চৌধুরী
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) : তাজ উদ্দিন
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) : মো. মহিউদ্দিন
চট্টগ্রাম-১২ (পটিয়া) : ওমর ফারুক নঈমী
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) : আরিফ মঈনুদ্দীন
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) : সাইফুল ইসলাম সুমন
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) : আব্দুল মান্নান

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) : চৌধুরী আফতাব নূর
কক্সবাজার-৩ (সদর-রামু) : নূরুল আলম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!