বৃষ্টির কাছে হেরে বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন

বাংলাদেশকে দেশের মাটিতে বহুজাতিক শিরোপার স্বাদ নিতে দিলো না বেরসিক বৃষ্টি। ঢাকার আকাশে সকাল থেকেই বৃষ্টি নামে। দুপুরের দিকে বৃষ্টির তেজ কিছুটা কমে। কিন্তু মিরপুর স্টেডিয়াম ও এর আশপাশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি যে আর থামলই না। ফাইনাল ম্যাচের ‘কান্না’ হয়ে থাকল যেন শরতের বৃষ্টি! আর বৃষ্টি মানে ম্যাচ ভেসে যাওয়ার আশঙ্কা। শেষ পর্যন্ত হলোও সেটি। শঙ্কাই অবশেষে সত্যি হলো। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারলো না। ফলে এককভাবে সিরিজের ট্রফি হাতে পারলো না কোনো দলই। যুগ্ম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আর আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশন অনুসারে জানাই ছিল, যদি ফাইনাল না হয় তবে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যেহেতু ফাইনালের জন্য আলাদা করে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। খেলা শুরুর সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়, ছয়টায় টস। বৃষ্টির কারণে সময়মতো কিছুই করা যায়নি। তারপরও একটা আশা ছিল, রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলেও কমপক্ষে ৫ ওভার করে খেলা হবে, এমন জানানো হয়েছিল।

শেরেবাংলায় বৃষ্টির বেগ বেশি ছিল না, টিপ টিপ করে পড়ছিল। ইলশে গুঁড়ি যাকে বলে। তবে একটানা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলই। মাঝে নয়টার দিকে একবার বৃষ্টি কিছুটা বন্ধ হলে খেলোয়াড়রা মাঠে নামেন, নিজেদের শরীর গরম করতে।

এর মধ্যেই মাঠ পরিচর্যার কাজ করতে থাকেন গ্রাউন্ডসম্যানরা। খেলা শুরু করার মতো মাঠকে প্রস্তুত করতে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শুরু করা যায়নি। রাত নয়টার দিকে ম্যাচ পরিত্যক্তর ঘোষণা দেন আম্পায়াররা। দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

তিনজাতি এই টি-টোয়েন্টি সিরিজে আগের দুই মোকাবেলায় বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াইয়ের হিসেবও সমানে সমান ছিল। মিরপুরে প্রথম মোকাবেলায় জিতেছিল আফগানিস্তান ২৫ রানে। চট্টগ্রাম পর্বের লড়াইয়ে বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। ফাইনালে কে জিতে সেই অপেক্ষায় ছিলেন ক্রিকেটামোদিরা। শেষ পর্যন্ত ফাইনালের ট্রফি বাংলাদেশ-আফগানিস্তান ভাগাভাগি করলো। আর ‘ম্যাচ জিতলো’ বৃষ্টি!

তিন বা ততোধিক দলের অংশগ্রহণে কোনো ক্রিকেট টুর্নামেন্ট বা সিরিজে এটি বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। প্রথমটি জিতেছিল বাংলাদেশ চলতি বছর মে মাসে আয়ারল্যান্ডের মাটি থেকে ওয়ানডে সিরিজে। দ্বিতীয়টি এলো দেশের মাটিতে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!