বিস্ফোরণে আহতদের সহযোগিতার হাত বাড়াল পোর্টসিটি বিশ্ববিদ্যালয়

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাঁড়াল চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ারের নেতৃত্বে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেলে যায় একটি প্রতিনিধি দল।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলটি প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে। পরে তারা আহতদের পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পরিদর্শনের সময় বার্ন ইউনিটে ভর্তি রোগীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসার জন্য অর্থসহায়তা প্রদান করা হয়।

এছাড়া বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিস্ফোরণের পর থেকেই রক্ত ম্যানেজ করাসহ সার্বিক সহযোগিতায় পাশে ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রের চিকিৎসক দলও চিকিৎসকদের সঙ্গে আহতদের সেবা প্রদান করে যাচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!