বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে চবি প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

সোমবার (৬ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। এ সময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সপাল প্রফেসর ডা. সাহানা আখতার উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার আহতদের পরিবারের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে কর্তব্যরত চিকিৎকদের সঙ্গে কথা বলেন। আহতরা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন সেজন্য উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন।

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!