বিনা ভোটে রাউজানে চেয়ারম্যান পদে ১১, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ১২ জন নির্বাচিত

জয়নাল আবেদীন, প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম):
প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৪ টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে । এছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বমোট ১শ ১২ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়॥
আগামী ৭ মে শনিবার চতুর্থ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর গত ৭ এপ্রিলের মধ্যে প্রার্থী কতৃক জেলা ও উপজেলা নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন দাখিলের পর গত ১০-১১ এপ্রিল ছিল রিটানিং অফিসার কতৃক মনোনয়ন পত্র যাচাই-বাছাই।  গত সোমবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় । এদিন এ সংক্রান্ত একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেন উপজেলা নির্বাচন কমিশন।
উপজেলা রিটানিং অফিসার কতৃক মনোনয়ন পত্র যাচাই-বাছাই কালে উপজেলার হলদিয়া, ডাবুয়া, রাউজান সদর, কদলপুর, পাহাড়তলী,  পূর্বগুজরা, পশ্চিম গুজরা, বাগোয়ান, উরকিরচর ও নোয়াপাড়া ইউনিয়নের বিএনপির মনোনিত ১০ চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষিত হলেও আওয়ামীলীগের মনোনিত সকল চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

 

এদের মধ্যে নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির মনোনিত প্রার্থী হাজী জসীম উদ্দিন আপিলের মাধ্যমে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। এছাড়া চিকদাইর, গহিরা, নেওয়াজিশপুর ইউনিয়নের বিএনপির মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। এতে করে উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে জয় লাভ করে।

 

উপজেলার ১১ ইউনিয়নে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন ১নং হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ২নং ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, ৩নং চিকদাইর প্রিয়তোষ চৌধুরী, ৪নং গহিরায় নুরুল আবছার বাঁশি, ৭নং রাউজান সদরে বি.এম. জসিম উদ্দীন হিরু, ৯নং পাহাড়তলী ইউনিয়নে মোঃ রোকন উদ্দীন,  ১০নং পূর্ব গুজরায় মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ, ১১নং পশ্চিম গুজরায় লায়ন সাহাবুদ্দীন আরিফ, ১২নং উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, ১৪ নং বাগোয়ান ইউনিয়নে ভুপশে বড়ুয়া, ১৫নং  নোয়াজিশপুরে সরোয়াদ্দী সিকদার।  এরা প্রত্যেকেই রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন  অনুসারী এবং  তৃণমূল আওয়ামীলীগের মনোনীত ও নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী।
বাকী তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান  পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন ৬নং বিনাজুরী  ইউনিয়নে সুকুমার বড়ুয়া (নৌকা) ও কমলেন্দু শীল (ধানের শীষ),   ৮নং কদলপুর ইউনিয়নে মোজাহেদ চৌধুরী লিংকন (নৌকা), তছলিম উদ্দিন চৌধুরী ( আনারস) ও সাইফুল হক চৌধুরী লাভলু (ঘোড়া), ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নে আলহাজ্ব দিদারুল আলম (নৌকা) ও হাজী জসিম উদ্দিন (ধানের শীষ)।

collage_photocatcollage_photocat1
এদিকে সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হলেও গত সোমবার প্রত্যাহারের শেষ দিন সদস্য পদপ্রার্থীদের প্রত্যাহারের হিড়িক পড়েছিল।  এতে করে সর্বশেষ হিসেবে অনুযায়ী ১শ ১২জন সাধারণ সদস্য  ও সংরক্ষিত সদস্য পদ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এরাও প্রত্যেকেই স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী।

তারা হলেন ১নং হলদিয়া ইউনিয়নে  মেম্বার পদে ১নং ওয়ার্ডে সরোয়ার উদ্দিন, ২নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ৪নং ওয়ার্ডে সবুজ বড়–য়া, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ডে শামশুল আলম, ৯নং ওয়ার্ডে মোহাম্মদ শাহাজান। ১.২.৩ ওয়ার্ডে শাহেদা বেগম রুজি, ৪.৫.৬ নং ওয়ার্ডে নারগিছ আক্তার, ৭.৮.৯ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম। ২নং ডাবুয়া ইউনিয়নে  ১নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডে মিঠু শীল, ৫নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, ৭নং নুরুল আলম, ৮নং ওয়ার্ডে আজাদ হোসেন, ৯নং ওয়ার্ডে ওবাইদুল হক, ১,২,৩নং ওয়ার্ডে ইয়ামিন আক্তার, ওয়ার্ডে ৪,৫,৬ ওয়ার্ডে মাহামুদা আকতার, ৭,৮,৯ ওয়ার্ডে রিংকু মুৎসুদ্দি। ৩নং চিকদাইর ইউনিয়নে ১নং ওয়ার্ড কাজী নুরুল মোস্তফা ডালিম, ২নং ওয়ার্ডে মোহাম্মদ আনোয়ার, ৩নং ওয়ার্ডে মো. হায়দার, ৪নং ওয়ার্ডে মো. হোসেন, ৫নং ওয়ার্ডে মো. ইলিয়াছ, ৬নং ওয়ার্ডে মো. হানিফ, ৮নং ওয়ার্ডে হাছান আলী, ৯নং ওয়ার্ডে আনোয়ার মিয়া, ১,২,৩ নং ওয়ার্ডে সাকি আক্তার। ৪.৫.৬ ওয়ার্ডে পারভিন আকতার, ৭.৮.৯ ছেনোয়ারা বেগম। ৪নং গহিরা ইউনিয়নে চেয়ারম্যান নুরুল আবছার বাশি, ১নং ওয়ার্ডে মেম্বার মোহাম্মদ আয়ুব ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ৩নং ওয়ার্ডে খোরশেদুল আলম, ৫ নং ওয়ার্ডে ফিরোজ হোসাইন ৬ নং ওয়ার্ডে এয়ার মোহাম্মদ ৭ নং ওয়ার্ডে বেদারুল আলম, ৮নং ওয়ার্ডে মো. ফয়সাল, ৯ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ১.২.৩ নং ওয়ার্ডে খালেদা আকতার ওয়ার্ডে ৪,৫,৬ নং ওয়ার্ডে জানানতুল ফেরদৌস ৭,৮,৯ নং ওয়ার্ডে মিনু আকতার।
৬নং বিনাজুরী ইউনিয়নে সদস্য পদে ২নং ওয়ার্ডে দেবপ্রিয় বড়–য়া, ৪নং ওয়ার্ডে উত্তম কুমার বিশ্বাস, ৬নং ওয়ার্ডে পল্টন দেব, ৭নং সরোয়ার আজাদ, ৯নং ওয়ার্ডে কামরুল ইসলাম বাচ্চু, ১,২,৩ নং ওয়ার্ডে লিপি বড়–য়া, ৪.৫.৬ রূপালী চৌধুরী, ৭,৮,৯ নং ওয়ার্ডে রাসু আকতার।৭নং  রাউজান সদর ইউনিয়নে ১নং ওয়ার্ডে জহির উদ্দিন, ২নং ওয়ার্ডে  মোহাম্মদ ফোরকান, ৩নং ওয়ার্ডে সাহাবুদ্দিন, ৪নং ওয়ার্ডে এখতিয়ার, ৫নং ওয়ার্ডে প্রভাত পাল কালু, ৭নং ওয়ার্ডে আকতার হোসেন ভুলু, ৮নং ওয়ার্ডে সাইফুল ইসলাম ৯নং ওয়ার্ডে আবদুন্নবী, ১,২,৩ নং ওয়ার্ডে লাকি আকতার ওয়ার্ডে ৪,৫,৬ নং ওয়ার্ডে রতœা চক্রবর্তী ৭,৮,৯ নং ওয়ার্ডে সিরু বড়–য়া।
৯নং পাহাড়তলী ইউনিয়নে ৩নং ওয়ার্ডে আমীর হোসেন, ৬নং ওয়ার্ডে বাসু দে, ৭নং ওয়ার্ডে আয়ুব খান। ১০নং পূর্বগুজরা ইউনিয়নে ২নং ওয়ার্ডে জমির উদ্দিন বাবুল,  ৪নং ওয়ার্ডে মোহাম্মদ দিদারুল আলম, ৮নং ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াছ, ৯নং ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ১,২,৩নং ওয়ার্ডে বিনা চৌধুরী ৪,৫,৬ নং ওয়ার্ডে রুবিনা ইয়াছমিন রুজি, ৭.৮৯ নং ওয়ার্ডে শাহনাজ পারভিন।ন১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে ১নং ওয়ার্র্ডে মোহাম্মদ রাশেদ,  ২নং ওয়ার্ডে জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ডে সাইফুল ইসলাম লিটন, ৫নং ওয়ার্ডে আবদুল মালেক, ৯নং ওয়ার্ডে অজিত দে, ৭.৮.৯ ওয়ার্ডে আঁখি মহাজন। ১২নং উরকিরচর ইউনিয়নে চেয়ারম্যান ১নং ওয়ার্ডে মাহাবুব আলম, ৬নং ওয়ার্ডে জানে আলম, ৭নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ১.২.৩ ওয়ার্ডে জয়া বড়–য়া।  ১৩নং নোয়াপাড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে ফজলুল হক, ২নং ওয়ার্ডে মোহাম্মদ সেকান্দর, ৩নং ওয়ার্ডে মোহাম্মদ হাফিজুর রহমানু, ৪নং ওয়ার্ডে বাবুল মিয়া, ৬নং ওয়ার্ডে সুশীল দাশ, ৮নং ওয়ার্ডে শেখ আহম্মদ, ১.২.৩ ওয়ার্ডে ইয়াছমিন আকতার, ৭.৮.৯ ওয়ার্ডে শাহানার বেগম,  কদলপুরে ১.২.৩ নং ওয়ার্ডে রাশেদা আকতার। ১৪নং বাগোয়ান ইউনিয়নে  ১নং ওয়ার্ডে আবদুল করিম, ২নং ওয়ার্ডে উদয়ন দত্ত অর্ক, ৩নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডে শ্যামল বড়–য়া, ৫নং ওয়ার্ডে আবদুল খালেক, ৬নং ওয়ার্ডে নুরুল আবছার, ৭নং ওয়ার্ডে আজিমুল হক, ৮নং ওয়ার্ডে সমর সেন বন্ধন, ৯নং ওয়ার্ডে আখলাছ হোসেন, ৪,৫,৬ নং ওয়ার্ডে রোকেয়া আকতার, ৭,৮,৯ নং ওয়ার্ডে রাজশ্রী বিশ্বাস। ১৫নং নোয়াজিশপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে কাজী মোহাম্মদ জিয়াউর রহমান, ২নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডে মিন্টু নাথ, ৪নং ওয়ার্ডে হাজী মোহাম্মদ কামাল উদ্দিন ৫নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ আলম, ৭ নং ওয়ার্ডে বেলাল হোসেন ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ রাশেদ, ১,২,৩ নং ওয়ার্ডে কাজী রেহেনা আকতার, ৪,৫,৬ নং ওয়ার্ডে জিন্নাত আরা বেগম, ৭.৮.৯ হাছান ভানু।

 

রিপোর্ট ::: রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::…..

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!