বিজিবির জালে ৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে লুঙ্গি মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় পালিয়ে গেছে আরও তিনজন।

আটক নুরুল আমিন (৩৪) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার হামিদিয়াপাড়ার এলাকার মৃত মোহর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতুলী নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পলাতক তিনজন হলো- কড়ইবুনিয়া এলাকার মো. আলী আহমদের ছেলে মো. ইকবাল হোসেন (৩০) ও মো. ভুট্টু মিয়া (২৭) এবং ডেইলপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন রেজুপাড়া বিওপির সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। এ সময় ৪ জন মাদক কারবারি সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও আরও ৩ জন পালিয়ে যায়।

আটক ও পলাতক আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!