বাইশারীতে এক ব্যক্তি অপহৃরণ

বাইশারীতে এক ব্যক্তি অপহৃরণ 1মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা গ্রাম থেকে এক ব্যক্তিকে অপহৃরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

অপহরণের পর থেকে অপহৃত ব্যক্তির মোবাইল ফোনের মাধমে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে আসছে বলে জানান পরিবারের সদস্যরা। অপহৃত ব্যক্তি হলেন,মৃত আবুল কালামের পুত্র মোহাম্মদ ইউনুছ (৩২)। সে গত কিছুদিন আগে করলিয়ামুরা গ্রামে বসবাস শুরু করে। তবে তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উলুবুনিয়া গ্রামে।

প্রাপ্ত তথ্যে সরজমিনে গিয়ে আশ পার্শ্বের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ১৫ ই এপ্রিল ভোর রাত ৩ টা ৩০ মিনিটের সময় পুলিশ পরিচয়ে এক দল সশস্ত্র লোক তাকে ঘর থেকে ডেকে বের করে নিয়ে যায়। পরে কিছু দুর নেওয়ার পর সন্ত্রাসীরা তার স্ত্রীর নিকট মোবাইল ফোনে অপহৃরণের ঘটনাটি ও মুক্তিপণের কথা জানিয়ে দিতে বলে। এর পর থেকে ঘটনাটি জানাজানি হওয়ার পর তার নিকটতম আতœীয় শাহাজাহান ঘটনাটি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস.আই আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং দ্বিমত পোষন করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর সম্ভাব্য স্থানে অভিযান পরিচালানা করার কথা জানান। তবে তিনি অপহৃরণ নাকি অন্য কিছু রহস্য লোকায়িত রয়েছে তাও খতিয়ে দেখছেন। কারণ হিসেবে জানতে চাইলে সাংবাদিকদের নিকট জানান, অপহেৃরিত মো:ইউনুছের আরো একটি স্ত্রী রয়েছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে করলিয়ামুরা গ্রামে গত কিছুদিন আগে বসবাস শুরু করেন। হয়ত দ্বিতীয় স্ত্রীর সাথে বিরোধের জের ধরে কোন ঘটনা ঘটতে পারে।
তিনি আরো বলেন,গত কয়েক দিন আগে তার দ্বিতীয় স্ত্রী বাড়ী থেকে স্বামীকে না বলে পালিয়ে যায়। তাই তিনি এখনো নিশ্চিত নন তিনি অপহৃরণ হয়েছে কি না। তার পর ও তিনি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার সাদেক বলেন, অপহৃরণের বিষয়টি তিনি শুনার সাথে সাথে পুলিশকে অবহিত করেছেন।
ছবি আছে
নাইক্ষ্যংছড়ি ও বাইশারীতে বাংলা নববর্ষ ১৪২৪ পালন
মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও বাইশারীতে বাংলা শুভ নববর্ষ ১৪২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি পালন করেছে। দিনব্যাপী কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন,রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেছেন।
সকাল ৮ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ।
র‌্যালি শেষে উপজেলা মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান,নৃত্ব পরিবেশন করে শুভ নববর্ষ উৎযাপন করেন।
অপরদিকে বাইশারী উচ্চ বিদ্যালয়,বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুল,বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে এক বিশাল মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রাটি বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র‌্যালি শেষে স্ব-স্ব প্রতিষ্ঠানে গান,নৃত্ব পরিবেশনের মাধ্যমে নববর্ষ পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম,বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন,বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুলের অধ্যক্ষ হাসান আলী,বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল লতিফ,নুরুল আমিন, শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক মমতাজ আহাম্মদ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!