বাঁশখালীতে শ্রীল গদাধর পণ্ডিত ধামের উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রীল গদাধর পণ্ডিত ধামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বাঁশখালী শিব নারায়ণ গিরি আখড়ার প্রাঙ্গণে আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নন্দনকানন আয়োজিত উদ্বোধনে মাঙ্গলিক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।

বাঁশখালী শিব নারায়ণ গিরি আখড়ার করুণাময় ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও ইসকন নন্দনকানন মন্দিরের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ২ নম্বর সাধনপুর ইউনিয়ন চেয়ারম্যান কেএম সালাউদ্দিন।

ওসি মো. কামাল উদ্দিন বলেন, ‘সাম্প্রদায়কিতা, মৌলবাদ ও ধর্মীয় গোঁড়ামি প্রতিরোধে আমাদের সবার দায়িত্ব রয়েছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের দ্বায়িত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি। অনেক সময় ধর্মীয় উৎসবে অহেতুক উত্তজেনা সৃষ্টি করা হয়, যার সঙ্গে আচার-অনুষ্ঠানের কোনো সম্পর্ক থাকে না। শ্রীল গদাধর পন্ডিত ধামের শুভ উদ্বোধন আমাদের বাঁশখালীকে সারা বিশ্বে পরিচিতি আরও বৃদ্ধি করবে।’

চেয়ারম্যান কেএম সালাউদ্দিন কামাল বলেন, ‘জনগণ যার যার ধর্ম পালন করবে। অন্যের র্ধমীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। এই দেশ জাতির জনক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়কিতাকে প্রশ্রয় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ পরিচালিত হচ্ছে।’

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিব নারায়ণ গিরি আখড়ার অ্যাডভোকেট সঞ্জয় মিত্র চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসাবে অনলাইনে উপস্থিত ছিলেন ইসকনের অন্যতম সন্ন্যাসী, দীক্ষাগুরু ও জিবিসি শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীপাদ নাড়ু গোপাল দাস।

প্রধান আলোচক ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেম্বার দেলোয়ার হোসেন, শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী, শ্রীমান পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, শ্রীমান জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী, তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, প্রদ্যুৎ মিত্র চৌধুরী, প্রদীপ মিত্র চৌধুরী, অ্যাডভোকেট শ্রীকণ্ঠ বিশ্বাস, ডা. স্বপন দে, সেন্টু মিত্র চৌধুরী, অমর গৌর হরি দাস, পুরুষোত্তম মাধব দাস।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!