ফোর এইচ গ্রুপের দুই প্রতিষ্ঠানের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন

দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬-১৭ অর্থ-বছরে তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে চট্টগ্রামের ফোর এইচ গ্রুপের দুই অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) অর্জন করেছে। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স ফোর এইচ ফ্যাশন লিমিটেড এবং মেসার্স ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড।

মেসার্স ফোর এইচ ফ্যাশন লিমিটেডের পক্ষে ট্রফি গ্রহণ করেন বিকেএমইএর সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল।

অন্যদিকে, মেসার্স ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের পক্ষে এর পরিচালক মো. হাসান ট্রফি গ্রহণ করেন। রোববার সকাল এগারোটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনের হাতে ট্রফি তুলে দেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকা এর ভাইস চেয়ারম্যান বেগম ফাতেমা ইয়াসমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিভিন্ন সরকারি উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেসার্স ফোর এইচ ফ্যাশন লিমিটেড জাতীয় রপ্তানি ট্রফিতে ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭, ২০১৫-১৬ সালে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক, ২০০৮-২০০৯ সালে স্বর্ণ, ২০১১-১২ সালে ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়াও গাওহার সিরাজ জামিল টানা কয়েকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আজীবন সদস্য, বিজিএমইএর ফরেন মিশন সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!