ফুটন্ত কিশোর সংঘের মেধাবৃত্তি পরীক্ষা

উৎসবমুখর পরিবেশে চান্দগাঁও এলাকায় ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় শাহ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করে ফুটন্ত কিশোর সংঘ।

বৃত্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিভাগীয় প্রধান এস এম আজিজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করে ফুটন্ত কিশোর সংঘ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। মেধাবৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে। আশা করি, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।

ফুটন্ত কিশোর সংঘের মেধাবৃত্তি পরীক্ষা 1

বিশেষ অতিথি ছিলেন, শাহ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান দুর্জয়, বৃত্তি পরীক্ষার আয়োজক ফুটন্ত কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাপ্পী।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. কামাল উদ্দীন, মো. তসলিম উদ্দীন, কার্যকরী পরিষদের সদস্য মো. আনাস, মো. ইসতিয়াক ইমন, মো. তাহমিদ, মো. আইয়ুব, মো. সৌয়ব, মো. নুরুল হাসান, সাকিব, জাহেদ, সম্পদ, ইমাম হাসান প্রমুখ।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!