ফটিকছড়ি দিয়ে কন্টেইনার যাবে ভারতে, জানালেন দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, রামগড় স্থলবন্দর খুব শিগগির চালু হবে। ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে, ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। চট্টগ্রামের ফটিকছড়ির ওপর দিয়ে সড়কপথেই কন্টেইনার পরিবহন যাবে ভারতে। ট্রানজিট চালু হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দুই দেশের। সেজন্য ফটিকছড়ি খুবই গুরুত্বপূর্ণ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শাহছুফি ছৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর (প্রকাশ শফি বাবা) খোজরোজ শরিফ উপলক্ষে গিলাফ নিয়ে গেলে এসব কথা বলেন তিনি।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে বর্তমানে সুসম্পর্ক বজায় রয়েছে। আগামীতেও এ সম্পর্ক অটু্ট থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল ভারত। যুদ্ধের পরেও দেশটির অর্থনীতিকে সমৃদ্ধি করার লক্ষ্যে পাশে ছিল ভারত সরকার। সেই থেকে এখনো বাংলাদেশের পাশেই আছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে যেকোনো দুর্যোগে কাঁধে কাঁধ রেখে কাজ করা যাবে।

ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন, ভারত আমাদের বন্ধু দেশ। মাইজভান্ডারের দর্শন হচ্ছে সুফিবাদ, মানবতাবাদ। এখানের অন্য কোনো ধর্মের বিভেদ নেই। মদিনা সনদ অনুসারে সবাই সবার ধর্ম পালন করবে। স্বাধীনতার ৫০ বছরে এ প্রথম কোনো হাইকমিশনার ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে এসেছেন। সেজন্য ভারত সরকার ও হাইকমিশনারকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ সময় গাউসুল আজম হযরত শাহসুফি আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক) এর মাজার, বাবাভান্ডারী গোলামুর রহমান (ক) এর মাজার পরিদর্শন করে সম্মান জানান।

এ সময় ভারতীয় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী, তরিকত ফেডারশনের নেতা ছৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, সহকারী হাইকমিশনার রাজিব রঞ্জন, সেকেন্ড হাইকমিশনার শ্রী অজুজ ঝা সঙ্গে ছিলেন।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!