সামিনার নামে কাজীর দেউড়ির নামকরণের দাবি চট্টগ্রামের ডাক্তারদের

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসক সামিনা আক্তারের নামে কাজীর দেউড়ির নামকরণের দাবি জানিয়েছেন সহকর্মী-সমব্যথী চিকিৎসকরা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

সামিনার নামে কাজীর দেউড়ির নামকরণের দাবি চট্টগ্রামের ডাক্তারদের 1

এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত ডা. সামিনাকে হত্যায় দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দুর্ঘটনাস্থল কাজীর দেউড়ির নাম ওই ডাক্তারের নামে নামকরণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. সামিনার দুই সন্তান আজ মা হারা। সরকারের কাছে চিকিৎসক সমাজের দাবি, বেপরোয়া গাড়ি চালানো থেকে চালকদের বিরত রাখতে উপযুক্ত পদক্ষেপ নিন।

মা ও শিশু হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উযায়ের আফিফ রোহাজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ তাহের খান, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. ফজলুল করিম বাবুল, আলহাজ্ব হারুন ইউসুফ, খায়েজ আহমদ ভুঁইয়া, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক আহমদ, হাসপাতাল পরিচালক ডা. নুরুল হক, উপ-পরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোশারফ হোসেন প্রমুখ।

গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. সামিনা আক্তার।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় ডা. সামিনাকে বহনকারী রিকশাকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তিনি মেহেদীবাগ এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।

দুর্ঘটনার পর আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার গুরুতর অবনতি দেখে ডাক্তাররা তাকে আইসিইউতে ভর্তি করান।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস পঞ্চম ব্যাচের ছাত্রী ছিলেন সামিনা আক্তার। বছরকয়েক আগে তিনি ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে যোগ দেন।

এ ঘটনায় ডা. সামিনার বড় ভাই বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। কোতোয়ালী থানা পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী সিএনজিচালক সিদ্দিকুর রহমান ছাড়াও সামিনাকে বহনকারী রিকশাচালককেও আটক করে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!