ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদে হামলার প্রধান আসামি চট্টগ্রামে ধরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়ন পরিষদে হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ডা. শাহাদত হোসেন সাজু ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দেড়টার সময় হাটহাজারি সার্কেল এএসপি আব্দুল্লাহ্ আল মাসুম অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাগানবাজার ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১২ মে সকাল সাড়ে ১০টায় ট্রাক ও মোটরবাইক নিয়ে একদল সন্ত্রাসি ইউনিয়ন পরিষদে হামলা করে দুজন গ্রাম পুলিশ ও এক দফাদারকে পিটিয়ে জখম করে। এসময় হমালকারীরা সরকারি ত্রাণ সামগ্রী কুপিয়ে তছনছ করে এবং রাম দা ও লাঠি দিয়ে সচিবের রুমের টেবিল ফ্যান, বিদ্যুত বোর্ড, কম্পিউটার, চেয়ারম্যানের রুমে বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবিসহ চারটি মোটর সাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদি হয়ে ভূজপুর থানায় সাজুকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!