প্রভিটা পোল্ট্রি ফিডসহ ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কর্তন ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৭ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

সোমবার (২১ অক্টোবর) শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এ ক্ষতিপূরণ ধার্য করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে- দবির হোসেন (কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে ১লাখ টাকা, রমজান আলী (কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে ১০ হাজার টাকা, মালেকা বেগমকে (কক্সবাজার)পাহাড় কর্তনের দায়ে ৫০ হাজার টাকা, আবদুল গফুর গংকে ( কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে ৩০ হাজার টাকা, লেদু, আকবর, তসলিমা গংকে (কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে ১ লাখ টাকা, প্রভিটা পোল্ট্রি ফিডকে (সীতাকুণ্ড, চট্টগ্রাম) ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় ৩০ হাজার টাকা, হাজী ইউনুস মিয়া ব্রয়লার রাইস মিলকে (ব্রাহ্মণবাড়িয়া) ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদেশ পালনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এনজে/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!