প্রধানমন্ত্রীর দোয়া নিলেন বোয়ালখালীর স্বতন্ত্র প্রার্থী বিজয়

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। তিনি এবার ফুলকপি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বিজয় কুমার চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে হবে বলে জানিয়েছেন। ভোটারবান্ধব পরিবেশ বজায় রেখে, নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা ধারণ করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।’

বিজয় কুমার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেসো শ্বশুর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। তিনি বোয়ালখালীবাসীকে সালাম ও নমস্কার জানিয়েছেন। আবারও নির্বাচিত হয়ে এই আসনের জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।’

স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার গ্রামের বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী গ্রামে। পেশায় প্রকৌশলী হিসেবে বিজয় ২০০০-২০১০ ইং পর্যন্ত (১১ বৎসর) বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডে (বিজিএসএল) কর্মরত ছিলেন। বিজিএসএল বর্তমানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) নামে পরিচিত। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!