পেকুয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

পেকুয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি 1ইমরান হোসাইন, পেকুয়া : পেকুয়ায় বিগত (৯-১১মার্চ) তিনদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বোরো চাষের ফসলি জমি, বসতিসহ দুইটি ইটভাটা সম্পুর্ণ তলিয়ে গেলে।

টইটং ইউনিয়নের সোনাইছড়ি ছড়ার ঢলের পানি নেমে আসায় ওই ইউনিয়ন ও বারবাকিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই দুই ইউনিয়নের প্রায় ৭০০একর ফসলি জমির বোরো ক্ষেত, তিন শতাধিক বসতি ঢলের পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে।

এছাড়াও বারবাকিয়া কাদিমাকাটা এলাকার হাজী মৃত কবির আহমদের পুত্র শাহাবুদ্দীনের মালিকানাধীন টইটংয়ের সোনাইছড়ি এলাকায় অবস্থিত এমপিএম ইটভাটা ও বারবাকিয়া ইউনিয়নের পাহাডীয়াখালী এলাকায় কবির আহমদের পুত্র মহসিনের মালিকানাধীন এসবিএম ইটভাটা ঢলের পানিতে সম্পুর্ণ তলিয়ে গেছে।

এমপিএম ইটভাটার শাহাবুদ্দীন বলেন, আমার ইটভাটা সোনাইছড়ি ছড়ার মুখে অবস্থিত হওয়ায় বানের পানি সম্পুর্ণ আমার ইটভাটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে আমার ইটভাটার চুল্লির আগুন নিভে যাওয়াসহ প্রায় ২০লক্ষ কাচা ইট বিনষ্ট হয়েছে। এই প্লাবনে আমার প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসবিএম ইটভাটার মালিক মহসিন বলেন, আমার ইটভাটা প্লাবিত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সোনাইছড়ি ছড়া দিয়ে পাহাড়ী ঢলের পানি নেমে এসে টইটং ও বারবাকিয়া ইউনিয়নের একাংশ তলিয়ে গেছে। পাহাড়ি জনপদে চাষাবাদের জন্য দেয়া গোধা (বাধ) ভেঙ্গে এই প্লাবন হয়েছে। বৃষ্টি কমলে ছড়ায় পুণঃরায় গোধা দিয়ে ঢলের পানি লোকালয়ে আসাতে না পারে মত ব্যবস্থা করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!