পুলিশ হেফাজতে মারা যাওয়া দুদকের কর্মকর্তার মামলা প্রত্যাহার চান বাদী

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মামলার বাদী রণি আক্তার তা‌নিয়া।

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্টোপলিটন মেজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে এ আবেদন করেন।

আদালতের বিচারক তানিয়ার বক্তব্য শুনে মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন।

এই মামলার বাদী রনি আক্তার তানিয়া (২৬) বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মোহাম্মদ হাশেমের মেয়ে। তিনি নগরীর এক কিলোমিটার এলাকায় বসবাস করেন। এর আগে তিনি শহীদুল্লাহর ঘরে গৃহকর্মী ছিলেন দাবি করে এ মামলা করেন।

তবে গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে মিথ্যা মামলার বিষয়টি। এছাড়া উঠে আসে পেশকার হারুন উর রশিদ সমন জালিয়াতি করে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বানিজ্যের ঘটনা। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে চান্দগাঁও এলাকার সেই কথিত যুবলীগ নেতা জসিম উদ্দিন।

আরএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!