পাহাড়তলীতে সিগারেটের আগুনে পুড়ল ১৫ বসতঘর

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বসুন্ধরা আবাসিকে সিগারেটের আগুনে ১৫টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডে এ আগুনের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, বসুন্ধরা আবাসিকের মেয়র রোডে মধ্যরাতে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১৫টি বসতঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!