পাশে চিরকুট রেখে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ঘুমের ওষুধ গিলে

মা মারা গেছেন কিছুদিন আগে

ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় তার রুমে একটি চিরকুট পাওয়া গেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার সহপাঠীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি সেডিল খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিল বলে তার সহপাঠীরা জানিয়েছে।

ডা. আইরিন পারভীন বলেন, ‘পারিবারিক কারণে এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রীর মা কিছুদিন আগে মারা গেছেন।

সংশ্লিষ্ট আবাসিক হলের প্রভোস্ট চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওই ছাত্রী বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে আছে। শুক্রবার হওয়ায় আজ আমাদের হলের অফিস বন্ধ। হলের কর্মকর্তারা আসলে রুম খুলে বিস্তারিত জানতে পারবো।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!