পুরোনো টিন কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হালিশহরে

পুরোনো টিন কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করতেন সুমন প্রকাশ রামু। বিক্রি করে যে টাকা পেতেন, তা দিয়েই চলতো সংসার। কিন্তু এই টিন কুড়ানোর পেশায় কাল হয়েছে তার জন্য। পুরাতন টিন কুড়িয়ে নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তার।

বুধবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুল এলাকায়।

সুমন প্রকাশ রামুর (৩৫) বাড়ি নগরীর বন্দরটিলা এলাকায়।

পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।সেখানে ময়নাতদন্তের পর সন্ধ্যায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ইপিজেড থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হোসাইন বলেন, ‘বুধবার সকালে দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুল এলাকার এক বাড়ি থেকে বিদ্যুৎস্পৃষ্টে মৃত সুমন লাশ উদ্ধার করে পুলিশ। আমরা জানতে পেরেছি, বোতল-প্লাস্টিক কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন সুমন। বিক্রির জন্য জং ধরা একটি টিন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন প্রকাশ।’

লাশ উদ্ধর করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠালে সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!