চট্টগ্রামে এসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদন বেশি অংক ও ইংরেজিতে

আবেদন ৭৬০৪২টি, ফল প্রকাশ ১২ জুন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার রেজাল্টকে চ্যালেঞ্জ করে আবেদন জমা পড়েছে ৭৬ হাজার ৪২টি। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের এসব মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের।

জানা গেছে, গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত সময়ে এসব আবেদন জমা পড়ে। পুনঃনিরীক্ষণের ফলাফল ১২ জুন প্রকাশ হবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসব তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা। পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নম্বর যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফলাফল প্রকাশ করা হবে। অংকে শিক্ষার্থীরা কেন খারাপ করল, বিষয়টি আমাদেরও ভাবাচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় ফেল করেছে ২৫ হাজার ৬৯ জন। এর মধ্যে শুধুমাত্র অংকেই ফেল করেছে ১১ হাজার ১২১ জন। পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!