পাঁচ হাজার শীতার্তকে কম্বল দিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুরুশিয়া গ্রামের পাঁচ হাজার অসহায়কে কম্বল দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ‘এনএনকে ফাউন্ডেশন’।

সোমবার (২৯ জানুয়ারি) এসব কম্বল বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।

কম্বল নিতে আসা ৫৫ বছর বয়সী আসমা বেগম বলেন, ‘গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যিনি আমাদের মতো গরিব মানুষের খোঁজ নিয়ে শীতে কম্বল দিয়েছে তাকে আল্লাহ বাঁচায় রাখুক।’

এনএনকে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি শীতের শুরু থেকে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং পাশের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রতিবছর কম্বল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে এ পর্যন্ত প্রায় ৫ হাজার শীতার্তের কাছে পৌঁছানো হয়েছে কম্বল।

ফাউন্ডেশনের কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, রাঙ্গুনিয়ায় শীতের তীব্রতা রয়েছে। গত কিছুদিনের শীতের তীব্রতা টের পাচ্ছে রাঙ্গুনিয়ার শীতার্ত মানুষ। সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। কম্বল পেয়ে খুশি দরিদ্র জনগোষ্ঠী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!