পাঁচলাইশ আবাসিকে মিললো এডিস মশার লার্ভা, ৬ ভবন মালিককে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয় ভবনের মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ আগস্ট) এই অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৬ ভবন মালিকের কাছ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই সময় এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশানিধনে ওষুধ স্প্রে করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!