পরিবেশ অধিদপ্তরের অভিযানে আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ

চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকার আল মরিয়ম বশির মার্কেটে অভিযান চালিয়ে ২টি গোডাউন থেকে আনুমানিক আড়াই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।

অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ উদ্দীন বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানের আল মরিয়ম বশির মার্কেটের ৩য় ও ৪র্থ তলার অজ্ঞাতনামা দুটি গোডাউন থেকে আনুমানিক আড়াইটন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!