পটিয়ায় ইয়াবা আত্মসাতের অভিযোগে এসআই প্রত্যাহার

উদ্ধারকৃত ১৫ হাজার ইয়াবা থেকে ৬০০পিস ইয়াবা আত্মসাতের অভিযোগে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) নাদিম মাহমুদকে প্রত্যাহারের আদেশ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ওসি বোরহান উদ্দিন বলেন, ‌‘প্রশাসনিক কারণে ‌এসআই নাদিম মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার আদেশে অন্যকোন কারণ উল্লেখ নেই। তবে ইয়াবা সরানোর অভিযোগের ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি।’

জানা গেছে, ১৭ আগস্ট পটিয়ায় ১৫ হাজার ইয়াবা উদ্ধার হয়। ইয়াবাগুলো মালখানায় জমা রাখার সময় ৬০০ ইয়াবা সরিয়ে রাখার অভিযোগ ওঠে নাদিম মাহমুদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুলের নেতৃত্বে গঠিত অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জাহাঙ্গীর আলম ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হোসাইন।

তদন্ত কমিটি ২ অক্টোবর পটিয়া থানা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে নাদিম মাহমুদকে প্রত্যাহারের সুপারিশ করেন বলে জানা গেছে।

এএফ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!