অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী নিয়ে রেলওয়ে শ্রমিকলীগ কমিটি গঠন বেআইনি

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের নিয়ে রেলওয়ে শ্রমিকলীগ কমিটি গঠন বেআইনি, যা শ্রম আইনের পরিপন্থী। হুমায়ুন কবির ও হাবিবুরর হমান আখন্দ ঘোষিত ৩০ জনের কেন্দ্রীয় কমিটিতে ২৯ জনই আবসরপ্রাপ্ত বলে জানান মো. সিরাজুল ইসলাম।

এ বিষয়ে শুক্রবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের (রেজিস্ট্রেশন নম্বর বি-৩২০) নেতৃবৃন্দ।

এতে লিখিত বক্তব্যে রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘হুমায়ুন কবির ও হাবিবুর রহমান আখন্দ হাইকোর্টকে অবজ্ঞা করে ৩ অক্টোবর বেআইনিভাবে নিজ পরিবারের লোকজন, কিছু সংখ্যক শ্রমিক-কর্মচারী ও বহিরাগতদের নিয়ে সম্মেলন কার্যক্রম পরিচালনার নামে নিজেদের সভাপতি-সাধারণ সম্পাদক বানিয়ে পরিবারতন্ত্র করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। যা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।’

সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত কমিটি নিয়মতান্ত্রিকভাবে অতি দ্রুত সর্বস্তরের শ্রমিক-কর্মচারীর প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে কেন্দ্রীয় মহাসম্মেলন করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম জানান, প্রবীণ শ্রমিক নেতা রহমত উল্লাহ চৌধুরীর মৃত্যুর পর হাবিবুর রহমান আখন্দ গং সংগঠনটি কুক্ষিগত করে ফেলেন। নিয়ম অনুযায়ী ২ বছর পর পর সম্মেলন করার কথা থাকলেও দীর্ঘ ১৩ বছর সম্মেলন না করে বেআইনিভাবে সংগঠন পরিচালনা করছে ওই ব্যক্তিরা। আবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের দিয়ে সংগঠন পরিচালনা অব্যাহত রাখলে শ্রমিক-কর্মচারীদের ক্ষোভ প্রকাশ করলে গত ২৩ এপ্রিল চট্টগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সর্ব সম্মতিক্রমে আমাকে সাধারণ সম্পাদক করে। আমি সুবিধামত কেন্দ্রীয় মহাসম্মেলন করার প্রস্তুত্তি গ্রহণ করি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. সিরাজ উল্লাহ, সভাপতি মো. হায়দার আলী, কার্যকরী সভাপতি সামসছু উদ্দীন মজুমদার, সহ-সভাপতি আবুল কাসেম, মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ গাজী মো. জাকারিয়া, দপ্তর সম্পাদক এসএম জাহাঙ্গীর, ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান লিটন, শ্রমিক কল্যাণ সম্পাদক আবদুল করিম, সদস্য আবু বক্কর সিদ্দিকি (বাবুল), ফজলুল করিম, আজমল হোসেন, মঈনুদ্দিন, মিথুন, রাজু, শাহীন, সেলিম প্রমুখ।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!