পটিয়ার উপনির্বাচনের প্রার্থী রাসেল মনোনয়ন ফিরে পেলেন হাইকোর্টের রায়ে

উচ্চ আদালতের রায়ে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেল মনোনয়ন ফিরে পেয়েছেন।

বুধবার (২৫ মে) সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা ও রুল জারি করা হয়।

এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল বিভাগের কর্মকর্তার দুইজনই ঋণখেলাপির অভিযোগে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

জানা গেছে, আগামী ১৫ জুন উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। মনোনয়ন যাচাই- বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন গত ১৯ ও ২২ মে বাতিল করা হয়।

এরপর নৌকার প্রার্থী হাইকোর্ট ডিভিশন বেঞ্চে একটি রিট মামলা করেন। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির শুনানি শেষে রাসেলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবিদ চৌধুরীর প্যাডে স্বাক্ষরিত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!