নিম্নচাপের কারনে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

নিম্নচাপের কারনে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস 1নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির কারণে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে ১নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর সোয়া আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির কারণে সোমবার দুপুর বারোটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ মিলিমিটার, তবে এ বৃষ্টিপাত আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি রয়েছে তা বাংলাদেশের উপর আঘাত হানবেনা । সেটি ভারতের দিকে চলে যেতে পারে। সেসাথে বরিশালের উপর দিয়ে হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া পূর্বাভাষ সহকারী শ্রীকান্ত কুমার বলেন, গভীর নিম্নচাপ সৃষ্টির কারণে বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে আমরা ধারণা করেছি। এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৬ মিলিমিটার।

এদিকে পাহাড় ধস পরবর্তী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!