নতুন অফিসে চট্টগ্রাম এলিট ক্লাব

চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিইসিএল) এর অন্তর্বর্তীকালীন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরীর কাজীর দেউড়িতে এ কার্যালয় উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট আমানুল্লাহ আল সগির ছুট্টু।

উদ্বোধনীতে তিনি ক্লাবের নিজস্ব জায়গায় ক্লাবের স্থায়ী স্থাপনা নির্মাণসহ সার্বিক পরিকল্পনা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ক্লাবের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে এর পথ-পরিক্রমা এবং অল্প সময়ের ব্যবধানে ক্লাবের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট মাছুম আহমেদ। ক্লাব সদস্যদের নানামুখী সেবা প্রদানের বিষয়সহ ক্লাবের কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তৃতা করেন জেনারেল সেক্রেটারি নওশাদ চৌধূরী মিটু।

অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী কমিটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো. সরোয়ার আলম, জয়েন্ট সেক্রেটারি এজিএম নিয়াজ উদ্দিন, সদস্য সাহেলা আবেদীন, এইচএম ইলিয়াছ ও আহাম্মেদ নূর ফয়সাল উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন কবি হোসাইন কবির, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মঞ্জুরুল আলম, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. নওশাদ আহমেদ খানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ড্রীপস সুইটস অ্যান্ড বেকার্স’ এর সঙ্গে ক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিইসিএল এর পক্ষে প্রেসিডেন্ট আমানুল্লাহ আল সগির ছুট্টু এবং ড্রীপস-এর পক্ষে নির্বাহী পরিচালক পলাশ কানুনগো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী একটি বিশেষ ছাড়ে ড্রীপস-এর পণ্য কিনতে পারবেন সিইসিএল সদস্যরা।

উল্লেখ্য, ৬০ লাখ মানুষের নগরী চট্টগ্রামে মননশীল সামাজিক ক্লাবের শূন্যতা পূরণের প্রচেষ্টাসহ বন্ধুত্ব সুদৃঢ়করণ, সমাজের প্রতি দায়িত্বশীলতা বিনির্মাণ, পরিবারের অপরিহার্য বিনোদন সৃষ্টি ও নিজেদের মান-মর্যাদা সুরক্ষার প্ল্যাটফরম প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমমনা পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হয় ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিইসিএল)। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১ জানুয়ারি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!