বান্দরবানে ২০ টাকার মাস্ক হঠাৎ ২০০ টাকা

করোনা ভাইরাস আতঙ্কে বান্দরবানের বিভিন্ন দোকানে সার্জিক্যাল মাস্ক বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। সোমবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান বাজারে ২০ টাকার মাস্ক ২০০ টাকায় বিক্রি করার অপরাধে শুভেচ্ছা কসমেটিক্স অ্যান্ড গিফট হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচলানা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের পেশকার মো. নাজমুল হুদা ও বান্দরবান সদর থানার এসআই মো. মাজাহারুল হক।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, ‘সম্প্রতি করোনা ভাইরাসের আক্রান্তের খবরে মাস্ক কিনতে মানুষের ভিড় বেড়েছে দোকানে। আর এই সুযোগে এক শ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ আমরা অভিযান পারিচালনা করেছি। অভিযানে শুভেচ্ছা কসমেটিক্স অ্যান্ড গিফট হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!