নগরীতে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান, আটক তিন

নগরীর বায়েজিদে চোলাই মদ তৈরির এক কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) পশ্চিম শহীদনগর এলাকার ছাফা-মারওয়া ভিলা থেকে ৩০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ সময় কারখানাটি থেকে মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল, খাগড়াছড়ির পানছড়ি এলাকার রঞ্জন চাকমার ছেলে লিপিন চাকমা, লক্ষ্মীছড়ি এলাকার কনক কুমার চাকমার ছেলে রিতন চাকমা ও একই এলাকার দিনয়সুখ চাকমার ছেলে মিটন চাকমা ।

বিষয়টি নিশ্চিত করছেন বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) পিটন সরকার। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শহীদনগর এলাকার ছাফা-মারওয়া ভিলায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একশ পিস ‘মলি’ নামের মদ তৈরির বিশেষ উপকরণও উদ্ধার করা হয়। ছাফা মারওয়া ভিলার পঞ্চম তলায় তারা কয়েক মাস আগে বসবাসের জন্য ভাড়া নিয়ে অবৈধভাবে মদ তৈরি করছিল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!