দেড় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি, নেতৃত্বে রুবেল-টিপু

বিলুপ্ত ঘোষণার পর ১৮ মাস কমিটিহীন থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে এ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।

এতে সভাপতি করা হয়েছে সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক উপ গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপুকে। এর মধ্যে রুবেল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী আর টিপু মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

কেন্দ্রীয় ছাত্রলীগ আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেয়।
কেন্দ্রীয় ছাত্রলীগ আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেয়।

২০১৫ সালের জুলাই মাসে আলমগীর টিপুকে সভাপতি ও ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। বারবার সংঘর্ষের কারণে ২০১৭ সালের মে মাসে এ কমিটি স্থগিত করা হয়। স্থগিত রাখার পরও সংঘর্ষ না থামায় ওই বছরের ডিসেম্বরে স্থগিত থাকা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এইচটি/এডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!