দুই জলদস্যু বাহিনীর ১৪ সদস্যের আত্মসমর্পণ

ঢাকা প্রতিদিন :

 

বরিশালে সুন্দরবনের দস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।
surender_24588_1473316544_32550
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব-৮) বরিশাল সদর দফতরে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সুন্দরবনের জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাব-৮ কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1473318735
প্রথমে বাহিনী প্রধান আবদুল বারেক তালুকদার শান্তর নেতৃত্বে তার দল স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এরপর আলম তার সদস্যদের নিয়ে আত্মসমর্পণ করেন। তাদের সবার বাড়ি বাগেরহাটের মংলায়। এ সময় জলদস্যুরা ২০টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৮০০ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দেন।

 

 

তিনি আরো জানান, জলদস্যু বাহিনীর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার নেপথে কাজ করেছে যমুনা টেলিভিশন। সহায়তা করেছে র‌্যাব।

 

ঢাকা প্রতিদিন :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!