দিনে ৩০০ টাকার খাবার পাবে করোনার রোগীরা

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের খাবারের বরাদ্দ দ্বিগুণেরও বেশি বাড়ানো হল। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের উন্নতমানের খাবার দিতে প্রতিদিনের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

ওই পরিপত্রে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উন্নতমানের খাবার সরবরাহের জন্য পথ্য খাতে প্রতিদিন জনপ্রতি ১২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা (আয়কর ও ভ্যাটসহ) ব্যয়ের অনুমতি প্রদান করা হল।

এই পরিপত্র করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত চিকিৎসাধীন ব্যক্তির পথ্য খাতে ব্যয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!