টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন : মসজিদসহ পুড়লো ৩ বসতঘর

কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে বায়তুল নূর মসজিদ ৩ বসতবাড়ি পুড়ে যায় ।

teknaf-rohingya-camp

জানা যায়, বুধবার (১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ পুটিবনিয়া রোহিঙ্গা ২২নম্বর ক্যাম্পের ডি-ব্লক-২-এ অবস্থিত বায়তুন নুর মসজিদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অসাবধানতাবশত এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে মসজিদ ও রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি ২,১৬৪৩ নম্বর রুমের সৈয়দুল মুস্তফা, একই ব্লকের ১৬৪৫ নম্বর রুমের নুর বশর ও একই ব্লকের ১৬৪৬ নম্বর রুমের নুর আশার ৩ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

teknaf-rohingya-camp

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা। এ সময় রোহিঙ্গা ও কর্মরত বিভিন্ন সংস্থার লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!