টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রামে একশর উপরে করোনা শনাক্ত

টানা তৃতীয় দিন একশর উপরে করোনা শনাক্ত দেখল চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি আটটি ল্যাবে ৯২১ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের দেহে করোনার ভাইরাস পাওয়া যায়। এদের মধ্যে ৮৮ জন নগরের এবং ১৯ জন বিভিন্ন উপজেলার। তবে তৃতীয় দিনে এসেছে আবারও থেমেছে করোনায় মৃত্যু।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২২ হাজার ১১৫ জন। এদের মধ্যে নগরের রোগী ১৬ হাজার ৩২০ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা পাঁচ হাজার ৭৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০৮ জন, যাদের ২১৪ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। অন্যদিকে ১০ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯০০ জন।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি পাঁচটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাবে ৯২১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের দেহে। এদের মধ্যে ৮৮ জন নগরের এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ৯ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করোনা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় দিনের সর্বোচ্চ ৬৬ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত পাওয়া যায়।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার কোন তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে নতুন যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫২টি নমুনা পরীক্ষা করা হলেও কোন পজিটিভ রোগী পাওয়া যায়নি।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ১ জনের নমুনা পরীক্ষা করে সেটিতে করোনা শনাক্ত নিশ্চিত হওয়া যায়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৯ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!