জেলেকে ‘চোর’ বানিয়ে শিপইয়ার্ডে বেদম মার, রাতে মহাসড়কে জেলেদের ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে স্ক্র্যাপ লোহা চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে এক জেলেকে। এর প্রতিবাদে স্থানীয় জেলেপল্লীর বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

বুধবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় স্থানীয় জেলেপল্লীর বাসিন্দাদের এই অবরোধ শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তারা ওই অবরোধ তুলে নেন।

জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারী ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ জেলেপাড়ার সতীশ দাশের ছেলে দিলীপ দাশ (৩৫) ছাড়াও বেশ কয়েকজন জেলে ভাটিয়ারী সাগর উপকূলে সিমনি শিপইয়ার্ডের পশ্চিম পাশে সাগরপাড়ে নৌকাঘাটে যান।

এর আগে আবহাওয়ার সতর্কতা সংকেত জারি করা হলে থাকায় দিলীপ দাশ তার নৌকাগুলো ভালোভাবে বাধা আছে কিনা দেখতে যান।

জানা গেছে, ওই সময় সিমনি শিপইয়ার্ড থেকে কয়েকজন লোক গিয়ে দিলীপকে ‘চোর’ আখ্যা দিয়ে শিপইয়ার্ডে নিয়ে আসে। পরে সেখানে তাকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলেপল্লীর বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে।

পরে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!