ছাত্রদল নেতা অভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চৌমুহনীতে

খুনের ৪দিন পরও কোন গ্রেপ্তার নেই

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হওয়া মহানগর ছাত্রদল নেতা মীর ছাদেক অভি হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (২৭ জুন) দুপুর ৩টার দিকে নগরীর চৌমুহনী ফায়ার সার্ভিসের সামনে ‘ডবলমুরিং থানার সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মীর ছাদেক অভির মা শিরিন আকতার, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, জসিম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দিন আহমেদ রাশেদ, মীর জাহেদ ইলাহী রানা প্রমুখ।

বক্তারা বলেন, ‘এলাকায় মাদকবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সর্বমহলে সমাদৃত ছিলেন অভি। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। এ হত্যাকাণ্ড আমাদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে।’

তারা আরও বলেন, ‘অভি হত্যাকাণ্ডের পর ৪দিন পেরিয়ে গেলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি। শুধু তাই নয়, মামলা তদন্তের ধীরগতিসহ প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে সর্বমহলের চলছে নানা প্রশ্ন? অবিলম্বে অভির খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় এলাকাবাসীর সঙ্গে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা মো. সেলিম, বজল আহমদ, মো. আলমগীর, আগ্রাবাদ মোটর পার্টস সমিতির সভাপতি সৈয়দ ওমর ফারুক, বিশিষ্ট শিল্পপতি সাহেদ আলী সারজিল, বিশিষ্ট ব্যবসায়ী মীর সাদাত, মঈনুল হাসান লেমন, মো. আলম, মুজিবুর রহমান, মীর ও সৈয়দ বাড়ীর সর্দার সেকান্দর মিয়া, ছাত্র নেতা সামিয়াত আমিন জিসান প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের আগ্রাবাদের হাজীপাড়ায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মীর ছাদেক অভি (২৪)। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অভি চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা।

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!