চিত্রপ্রদর্শক শফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বাধীনতা-পরবর্তী প্রথম চিত্রপ্রদর্শক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী।

শফিকুল ইসলাম ৩৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। চারুকলা বিভাগের চেয়ারম্যান ও এ এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেন তিনি। গত বছরের এই দিনে ৭৪ বছর বয়সে নিভৃতচারী এই শিল্পী না ফেরার দেশে চলে যান।

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা-পরবর্তী প্রথম চিত্র প্রদর্শনী করেন এই শিল্পী। ১৯৭২ সালে চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেনারেল ওসমানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ওই সময়কার আওয়ামী লীগ নেতা ও বংগবন্ধুর ঘনিষ্ঠ সহচর এমএ আজিজ।

দেশে ও বিদেশে তিনি চারটি একক প্রদর্শনীসহ মোট উনিশটি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ১৯৮৯ সালে প্রকাশিত হয় তার লেখা মৌলিক গ্রন্থ ‘প্রাচ্যরীতির শিল্প’।৭৪ বছর বয়সে নিভৃতচারী এই মহান শিল্পী না ফেরার দেশে চলে যান।

এ উপলক্ষে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!