থিয়েটারে সুদর্শন দাশের একক পরিবেশনা বৃহস্পতিবার

ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলার আয়োজনে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে চারটি গিনেজ ওয়ার্ল্ড বুক রেকর্ডধারী চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী তবলা বিশারদ ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশের একক পরিবেশনা।

পন্ডিত সুদর্শন দাশ ২০১৬ সালে একটানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট তবলা, ২০১৭ সালে একটানা ২৭ ঘণ্টা ঢোল, ২০১৮ সালে একটানা ১৪ ঘন্টা ড্রাম রোল ও ২০১৯ সালে একটানা ১৪০ ঘণ্টা ৫ মিনিট ড্রাম সেট বাজিয়ে চার গিনেজ ওয়ার্ল্ড বুক রেকর্ডের অধিকারী হন। কৃতি এ শিল্পী এবারের ওয়ার্ল্ড মিউজিক ট্যুরে সিঙ্গাপুর ও ভারতে পরিবেশনা শেষে নিজ মাতৃভূমি বাংলাদেশের চট্টগ্রামের আয়োজনে অংশ নিবেন।

চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। উদ্বোধক থাকবেন সাবেক লায়ন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, ও চ্যানেল টোয়েন্টিফোর চট্টগ্রাম অফিসের আঞ্চলিক সম্পাদক সাংবাদিক কামাল পারভেজ। প্রানবন্ত এ আয়োজনে সবাইকে উপস্থিত থাকার জন্য শিশুমেলা’র পরিচালক রুবেল দাশ প্রিন্স অনুরোধ জানিয়ছেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!